Monday, May 9, 2016

একাদশ শ্রেণিতে ভর্তি শুরু ২৬ মে

দেশের সকল সরকারি-বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি শুরু হবে আগামী ২৬ মে।
এবার ভর্তিতে শিক্ষার্থীরা পাঁচটির স্থলে পছন্দের ১০টি কলেজের নাম দিতে পারবে। ভোগান্তি ও জালিয়াতি ঠেকাতে ভর্তির আবেদনের ক্ষেত্রেও এবার কিছু পরিবর্তন আনা হয়েছে।
এ সব বিষয় রেখে সোমবার ২০১৬-১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে এক সভায় নীতিমালা চূড়ান্ত করা হয়। এতে বিভিন্ন কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।
সভা শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এ সব তথ্য জানান।
তিনি বলেন, একাদশ শ্রেণিতে ভর্তিতে আবেদন ২৬ মে শুরু হয়ে ৯ জুন পর্যন্ত চলবে। ভর্তি শুরু হবে ১৮ জুন, শেষ হবে ৩০ জুন। মনোনীতদের তালিকা প্রকাশ করা হকে ১৬ জুন।
বিলম্ব ফি দিয়ে ১০ থেকে ২০ জুলাই পর্যন্ত ভর্তি হওয়া যাবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
নুরুল ইসলাম নাহিদ আরও বলেন, এবার কলেজে ভর্তিতে প্রবাসীদের সন্তান ও বিকেএসপির শিক্ষার্থীদের জন্য দশমিক ৫ শতাংশ (আধা) করে কোটা রাখা হয়েছে।
গত বছরের মতো এবারও অনলাইন ও এসএমএসের মাধ্যমে ভর্তির আবেদন করতে হবে।

by MM Telecom Pvt Ltd

No comments:

Post a Comment

আপনাকে ধন্যবাদ ।