Monday, May 9, 2016

আয়তন বাড়ছে ঢাকার দুই সিটির...!!

১৬ টি ইউনিয়ন যোগ করার ফলে আয়তন বাড়ছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের।
একই সাথে মহানগরের আয়তনওবাড়ছে।  সোমবার প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় বিষয়টি অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষেমন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান। নিকারের সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  সচিব বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনকে আটটি করে মোট ১৬টি ইউনিয়ন দেয়ার প্রস্তাবের ফলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আয়তন ও জনসংখ্যা দক্ষিণ সিটি করপোরেশনের তুলনায় বেশিই থাকছে।  ঢাকা উত্তর সিটি করপোরেশনের এখনকার আয়তন ৮২ দশমিক ৬৩৮ বর্গকিলোমিটার জানিয়ে সচিব বলেন, এর সঙ্গে আটটি ইউনিয়ন যুক্ত হলে উত্তর সিটির মোট আয়তন হবে ১৬০ দশমিক ৭৬৮ বর্গকিলোমিটার।  ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাথে যুক্ত হওয়া ইউনিয়নগুলো হচ্ছে, বেরাইদ, বাড্ডা, ভাটারা, সাতারকুল, হরিরামপুর, উত্তরখান, দক্ষিণখান ও ডুমনি (খিলক্ষেত)।  সচিব বলেন, নতুন যুক্ত হওয়া এই আটটি ইউনিয়নের আয়তন ৭৮ দশমিক ১৩ বর্গকিলোমিটার।  অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিদ্যমান আয়তন ৪৫ বর্গকিলোমিটার জানিয়ে সচিব বলেন, এর সঙ্গে আটটি ইউনিয়ন যুক্ত হলে মোট আয়তন হবে ১০৯ দশমিক ১৯ বর্গকিলোমিটার। যুক্ত হওয়া ইউনিয়নগুলো হচ্ছে শ্যামপুর, দনিয়া, মাতুয়াইল, সারুলিয়া, ডেমরা, মান্ডা, দক্ষিণগাঁও ও নাসিরাবাদ।  তিনি আরও জানান, নতুনভাবে যুক্ত হওয়া আটটি ইউনিয়নের আয়তন ৬৪ দশমিক ১৭ বর্গকিলোমিটার ।
১৬ টি ইউনিয়ন যোগ করার ফলে আয়তন বাড়ছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের। একই সাথে মহানগরের আয়তনওবাড়ছে।
সোমবার প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় বিষয়টি অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষেমন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান। নিকারের সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সচিব বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনকে আটটি করে মোট ১৬টি ইউনিয়ন দেয়ার প্রস্তাবের ফলে ঢাকা উত্তর সিটি
করপোরেশনের আয়তন ও জনসংখ্যা দক্ষিণ সিটি করপোরেশনের তুলনায় বেশিই থাকছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের এখনকার আয়তন ৮২ দশমিক ৬৩৮ বর্গকিলোমিটার জানিয়ে সচিব বলেন, এর সঙ্গে আটটি ইউনিয়ন যুক্ত হলে উত্তর সিটির মোট আয়তন হবে ১৬০ দশমিক ৭৬৮ বর্গকিলোমিটার।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাথে যুক্ত হওয়া ইউনিয়নগুলো হচ্ছে, বেরাইদ, বাড্ডা, ভাটারা, সাতারকুল, হরিরামপুর,
উত্তরখান, দক্ষিণখান ও ডুমনি (খিলক্ষেত)।
সচিব বলেন, নতুন যুক্ত হওয়া এই আটটি ইউনিয়নের আয়তন ৭৮ দশমিক ১৩ বর্গকিলোমিটার।
অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিদ্যমান আয়তন ৪৫ বর্গকিলোমিটার জানিয়ে সচিব বলেন, এর সঙ্গে আটটি
ইউনিয়ন যুক্ত হলে মোট আয়তন হবে ১০৯ দশমিক ১৯ বর্গকিলোমিটার। যুক্ত হওয়া ইউনিয়নগুলো হচ্ছে শ্যামপুর, দনিয়া,
মাতুয়াইল, সারুলিয়া, ডেমরা, মান্ডা, দক্ষিণগাঁও ও নাসিরাবাদ।
তিনি আরও জানান, নতুনভাবে যুক্ত হওয়া আটটি ইউনিয়নের আয়তন ৬৪ দশমিক ১৭ বর্গকিলোমিটার
- See more at: http://www.bd24live.com/bangla/article/90281/index.html#sthash.9CGJLyBG.dpuf
by MM Telecom Pvt Ltd

No comments:

Post a Comment

আপনাকে ধন্যবাদ ।